পলাশবাড়ীসহ জেলার ৫টি ফায়ার সার্ভিস স্টেশন  উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

গাইবান্ধা প্রতিনিধিঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পলাশবাড়ীসহ গাইবান্ধায় ৫টি ফায়ার সার্ভিস স্টেশন ও উচ্চতর ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার  ১০টায় গণভবন থেকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তিনি জেলার পলাশবাড়ী,  সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্পের অংশ হিসেবে গাইবান্ধাসহ ৩৫টি জেলার ১ হাজার ১শ’টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোছা. রোখছানা বেগম, সিভিল সাজন ডা. শুকুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম সিদ্দিকুর রহমান, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির।

Comments are closed, but trackbacks and pingbacks are open.