পলাশবাড়ীর রাস্তায় রাবিশ ফেলে রাস্তা সংস্কার করায় প্রশংসায় ভাসছেন অ‍্যাড, ম্মৃতি এমপি 

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ী পৌরসভাসহ ৮ টি ইউনিয়নের কর্দমাক্ত, চলাচলের অনুপযোগি রাস্তা-ঘাট সংস্কার করায় প্রশংসায় ভাসছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়-সাদুল্লাপুর )আসনের জাতীয় সংসদ সদস‍্য অ‍্যাড, উম্মে কুলছুম ম্মৃতি।
এমপি উপজেলার কিছু রাস্তা সরেজমিনে গিয়ে দেখে দুঃখ প্রকাশ করেন। মানুষের চলাচলে কষ্ট হবে এমন কথা মাথায় রেখে নিজ উদ‍্যোগে নিজস্ব অর্থে উপজেলার পরিত্যক্ত দুটি ভবন সরকারি নিয়মে ডেকে নেন।
সেই বিল্ডিং শ্রমিক লাগিয়ে ভেঙ্গে ফেলেন। তারপর দুটি  ইটভাঙ্গা মেশিন দিয়ে সেগুলো রাবিশ তৈরি করে নেন। সেই রাবিশ পৌরসভাসহ ৮ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ফেলছেন। প্রতিদিন ১৫ থেকে ২০ টি ট্রলি (কাকড়া) দিয়ে রাবিশ ভরে সকাল থেকে সন্ধা পযর্ন্ত নিয়ে গিয়ে রাস্তায় ফেলছে।
তাকে এসব কাজে সহযোগিতা করছেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আ’লীগ সদস‍্য ও উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটুসহ আরো অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.