পলাশবাড়ীর কালীবাড়ীতে বিদেশীসহ দেশীয় নিষিদ্ধ ছোট আকৃতির নানা মাছে বাজার সয়লাব

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন হাটে- বাজারে আমদানি নিষিদ্ধ দেশী-বিদেশী মাছ বিক্রি করছে ব্যবসায়ীরা। এসব নিষিদ্ধ নানা বিদেশী মাছসহ মৎস্য আইন বিরোধী দেশীয় ছোট আকারের মাছ দিয়ে উপজেলা সদরের কালীবাড়ীসহ মাঠের বাজার, আমলাগাছী, তালুকজামিরা, কিশোরগাড়ী, ঠুটিয়াপাকুর, ঢোলভাঙ্গা,  বাজার সয়লাব। এ ব্যাপারে উপজেলা মৎস্য বিভাগ নির্বিকার-উদাসিন। নিয়মিত বাজার মনিটারিং-এর ধারে পাশে নেই। মৎস্য বিভাগ মাঠ পর্যায় সরেজমিন না গিয়ে সচরাচর দায়সারা রিপোর্টদানেই অভ্যস্ত হয়ে পড়ায় বাজারের মাছ বিক্রেতারা অপ্রতিরোধ্য এসব নিষিদ্ধ মাছ অব্যাহত বাজারজাত করছে।
তৃনমূল ভোক্তা-সাধারন এসব নিষিদ্ধ মাছ  নীরবে-নিভৃতে গিলছে। আর এসব মাছ খেয়ে নানান জানা-অজানা জটীল রোগ শরীরে বাসা বাঁধায় ভুক্তভোগিরা দিন-দিন রোগাক্রান্ত হয়ে পড়ছেন।
ভুক্তভোগী মহল সার্বিক পরিন্থিতি উন্নতিকল্পে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। মৎস্য আইন বিরোধী দেশীয় ছোট আকারের মাছ দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী সদরের কালীবাড়ী বাজার সয়লাব।উপজেলা মৎস্য বিভাগ নির্বিকার-উদাসিন।নিয়মিত বাজার মনিটারিং-এর ধারেপাশে নেই।মৎস্য বিভাগ মাঠ পর্যায় সরেজমিন না গিয়ে সচরাচর দায়সারা রিপোর্টদানেই অভ্যস্ত হয়ে পড়ায় বাজারের মাছ বিক্রেতারা অপ্রতিরোধ্য এসব নিষিদ্ধ মাছ বিক্রি অব্যাহত রেখেছেন।
তৃনমূল ভোক্তা-সাধারন নীরব-নিভৃতে এসব গিলছে। আর এসব মাছ খেয়ে জানা-অজানা নানা জটীল রোগ শরীরে বাসা বাঁধায় ভুক্তভোগিরা দিন-দিন রোগাক্রান্ত হয়ে পড়ছেন।
ভুক্তভোগী মহল সার্বিক পরিস্থিতি উন্নতিকল্পে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃশাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.