পলাশবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী পলাশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা সদর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মরহুম সাখায়াতজ্জামান প্রধান বাবুর বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে পলাশ এর  বিরুদ্ধে পলাশবাড়ী থানায় দায়েরকৃত মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির উপজেলা সভাপতি আব্দুর রহমান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান ও আব্দুল ওয়াদুদু, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক প্রধান, আঃ সোবহান সরকার, হযরত আলী, মাহাতাব আলী, মোমেন উদ্দিন, মহসিন আলী, কনক চন্দ্র, বাদশা মিয়া, নজরুল ইসলাম, আঃ ছালাম, আনসার আলী, মোফাজ্জল হোসেন, শাহ মতিয়ার রহমান, সাকা মিয়া, আঃ গফুর, মুসা মিয়া, মতলুবর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়ারেছুর রহমান মন্টু ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ খোকন।
মুক্তিযোদ্ধারা সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বুদ্ধিপ্রতিবন্ধী পলাশের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.