পলাশবাড়ীতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও উপকরণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পলাশবাড়ীর বাস্তবায়নে আজ সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ চত্ত্বর হতে এসকল বীজ, চারা ও উপকরণ এবং বিকাশ একাউন্টের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ২৮৮ জন কৃষকের মাঝে ১৪ ধরনের চারা ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব  একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাব্বতজান চৌধুরী, পলাশবাড়ী প্রেসকাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হারুনুর রশিদ সহ উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.