পলাশবাড়ীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তারের এক লাখ টাকা জরিমানা 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তারের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট কামরুজ্জামান নয়ন এর আদালত এ জরিমানা আদায় করেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাহবুবুর রহমান ও থানা পুলিশের একটি টিম।
জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের প্রাণকেন্দ্র চৌমাথায় ছায়রুন নেছা পলি ক্লিনিকের মালিক সায়েদ মিয়ার ছেলে মেহেদী হাসান ডন ডেন্টাল ডাক্তারী পাশ না করে চেম্বার ও সাইনবোর্ড দিয়ে গত কয়েক বছর যাবত দাতের চিকিৎসা দিয়ে আসছিল।
এসময় ভ্রাম‍্যমান আদালতকে মেহেদী হাসান ডন ডেন্টাল ডাক্তারের স্বপক্ষে বৈধ কোন সার্টিফিকেট দেখাতে না পারায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করেন। এবং ভবিষ্যতে প্রাকটিস করবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।
উল্লেখ্য, এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ব‍্যতীত কেউ ডাক্তার বা ডেন্টিষ্ট নয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন এ অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.