পলাশবাড়ীতে বিআরডিবি’র পণ‍্য ভিত্তিক পল্লী পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় ‘এক পল্লী এক পণ‍্য’ মডেলে সৃজিত পণ‍্য ভিত্তিক পল্লী পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.আবু শাহীন মোঃ আসাদুজ্জামান।
সোমবার (২২ মে) বিকেলে পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী গ্রামের সফল নারী উদ‍্যোক্তা মিতুর নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লী পরিদর্শন ও এখানকার পল্লীর নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ দেখেন।
এসময় যুগ্ম সচিব ও উপ-সচিব নারীদের হাতের কাজ দেখে খুবই খুশি হন। এরপর বরিশাল ইউনিয়নের সাদিনার ব‍্যাগ পল্লী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান, বিআরডিবির প্রকল্প পরিচালক আব্দুস সবুর, বিআরডিবির পলাশবাড়ীর কর্মকর্তা হাসানুজ্জামান ও সভাপতি আতোয়ার রহমান প্রমুখ। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.