পর্যবেক্ষক থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের : আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস জানতে চাইলে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মঙ্গলবার (১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়ে জানতে চান।
জবাবে আইনমন্ত্রী বলেছেন, নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
সচিবালয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, হাইকমিশনারের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি—দেশের সরকারপ্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে আইন করে দিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকারের যে সহযোগিতা লাগবে, সরকার তা করবে। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে ওনারা কোনও সাজেশন দেননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.