পবায় লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে আইডি কার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার লোড-আনলোড কুলি শ্রমিকদের মধ্যে আজ শুক্রবার দুপুরে পরিচয় পত্র ও খাদ্য বিতরণ করা হয়। পবার নওহাটা পৌর এলাকার বড়গাছী বাজারে প্রতিষ্ঠিত তাদের কার্যালয় থেকে এই কার্ড ও খাবার প্রদান করা হয়।

আজকের অনুষ্ঠানের সভাপতি ও পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, মোট ৬০০ জন কুলি এই সংগঠনের রয়েছেন। এর মধ্যে নারী কুলি রয়েছেন ১০০জন। আজকে ১০০ জন নারী ও পুরুষ কুলির মধ্যে কার্ড ও খাবার প্রদান হয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রমিকের মধ্যে এই কার্ড প্রদান করা হবে।

কার্ড ও খাবার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল।

বিশেষ অতিথি ছিলেন, অত্র শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক।

এছাড়াও ইউনিয়নের সদস্য আতিকুল ইসলাম, আবু, সরিফুল ইসলাম, রাসেল ও মাসুদ রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ফজলুল করিম (বাবলুরাজশাহী। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.