পদ্মায় নৌকা ডুবির ঘটনায় ২ দিন পর ১ নারীর লাশ উদ্ধার-নিখোঁজ-৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জন নারীর মরদেহ উদ্ধার হয়েছে।

আজ শুক্রবার (০১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরগঞ্জ এলাকার পদ্মা নদীতে ভেসে ওঠে ডেইজি খাতুন নামে এক নারীর মরদেহ। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে। ডেইজি খাতুনের বাড়ি শিবগঞ্জের দশ রশিয়া গ্রামে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন ডেইজি খাতুনের লাশ উদ্ধারের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্ধার অভিযান চালালেও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বিশ রশিয়ার যাবার সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে এসে পৌঁছালে প্রবল বাতাস ও তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছিল। আর জীবিত উদ্ধার হয়েছে ৩৯ যাত্রী। এঘটনায় এখনও ৪ জন নিখোঁজ রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.