পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে থানায় স্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক নারী। শুক্রবার বিকেলে পটুয়াখালী সদর উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাকিব  ইসলাম (২০) ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিছিয়া গ্রামের নজরুল ইসলামে ছেলে ও তার স্ত্রী মীম আক্তার (১৮) পটুয়াখালী সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের পরে ছয় মাস আগে মীমকে বিয়ে করেন রাকিব। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার বিকেলেও তাদের ঝগড়া হয়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সদর থানায় গিয়ে হাজির হন মীম। তিনি থানায় গিয়ে পুলিশকে বলেন, ‘আমার স্বামীকে আমি ছুরি মেরে এসেছি।’ তখন পুলিশ তাঁকে আটক করে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে পুলিশ বসত ঘর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বিটিসি নিউজকে বলেন, সন্ধ্যায় মিম নামের এক নারী তার স্বামীকে হত্যার দ্বায় স্বীকার করে সদর থানায় আত্মসমর্পণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.