পটুয়াখালীতে ডায়রিয়ায় মৃত্যু-১, নতুন আক্রান্ত-১১৬

পটুয়াখালী প্রতিনিধি: গরমে প্রকট আকার ধারণ করেছে ডায়রিয়া। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায় ১১৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ডায়রিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
মৃত সত্তার ফারাজী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃতের স্বজনরা বিটিসি নিউজকে জানান, বেশ কয়েকদিন আগে ওই বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হন। এছাড়া তার কিডনিতেও সমস্যা ছিল। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরে কলাপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিলা হাসির তৃষা বিটিসি নিউজকে জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়ার আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিল।
এদিকে, তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীদের সামাল দিতে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের। পর্যাপ্ত স্যালাইন, ওষুধ মজুদ থাকলেও বেড স্বল্পতার কারণে একই বেডে ২ থেকে তিনজন শিশুদের রাখা হচ্ছে।
এছাড়া মেঝেতে ও বারান্দায় স্থান দিতে হচ্ছে রোগীদের। শুধু তাই নয়, টয়লেট সংকটে সৃষ্টি হচ্ছে জটিলতা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.