পঞ্চগড়ে পাড়ায় পাড়ায় পাগলা কুকুরের আতঙ্ক

 


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কুকুরের কামরে ৫টি ছাগলের মৃত্যুতে পাড়া-মহল্লায় এখন আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত কয়েকদিন ধরে প্রতিদিন দল বেঁধে ৪-৫ টি কুকুর এলাকায় ঢুকছে, কামড়াচ্ছে ছাগল।
পাগলা কুকুরের কামড়ে এরইমধ্যে সদর উপজেলার কেচেরা পাড়া, শুড়িভীটা,সিতাগ্রাম এলাকার ৫ টি ছাগল মারা গেছে। এতে ছাগল নিয়ে বিপাকে পড়েছেন গরীব কৃষকরা।
ভুক্তভোগীরা জানান, কিছুদিন ধরে পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা দিয়েছে।ছাগল ঘাশ খাওয়ার জন্য মাঠে বেঁধে দিলেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। ওই এলাকার মকলেছার, শফিকুল, তরিকুল, কালাম,আমিনুর একে একে পাঁচজনের পাঁচটি ছাগল কামড়ে মেরে ফেলে।
তারা আরো বলেন, দল বেঁধে আসে কুকুরগুলো। কামড়ানোর সময় কেউ বাঁধা দিতে আসলে চরাও হয় তাদের দিকে।পাগলা কুকুরের ভয়ে মাঠে বের করতে পারছেননা এখন ছাগল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, কুকুরের কামড়ের বিষয়টি অজানা থাকার কারণে অনেক দেরিতে আমাদের কাছে আসে। আগে তো কুকুর মেরে ফেলা হত। এখন কুকুর মেরে ফেলার বিষয়ে কিছু সমস্যা আছে পরিবেশবাদীদের। যে কারণে মাঝখান থেকে আমার ছাগল চলে যাচ্ছে, আর জনগণের আর্থিক লোকসান হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক বিটিসি নিউজকে জানান, প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দেখি, কি ব্যবস্থা নেয়া যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.