পঞ্চগড়ে নিখোঁজ ছাত্রের ২ মাসেও সন্ধান মেলেনি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় শহর থেকে নিখোঁজ ছাত্রের দুই মাসেও সন্ধান মেলেনি সোলেমান (১৫) এর। সম্ভাব্য সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।

গত বুধবার (১৯ জুন) এ ঘটনায় সোলেমানের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে (নং ১৭০)। সোলেমান তেঁতুলিয়া উপজেলার খুটাগছ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে পঞ্চগড় সদর উপজেলার জালাসি দারুল উলুম মদিনাতুল মাদ্রাসার ছাত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে জালাসী দারুল উলুম মদিনাতুল মাদ্রাসায় ভর্তি করানো হয় সোলেমানকে। ঈদুল ফিতরে মাদরাসা বন্ধ হলে সে একা বাড়িতে আসে ছুটি শেষে গত ২১ জুন সোলেমানসহ প্রতিবেশি অপর ছাত্র জনি (৯) গাড়ীযোগে পঞ্চগড় পৌঁছায়ে বাজার জামে মসজিদে জনি ,সোলেমানকে ব্যাগসহ রাখে প্রসাব করে এসে দেখে শুধুু ব্যাগ আছে সোলেমান নেই অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাৎক্ষণিক জনৈক ব্যাক্তির মোবাইল দিয়ে তার বাবা শহিদুল ইসলামকে জানায় জনি।

এরপর থেকে সম্ভাব্য সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি তারা।

ছেলের কোন সন্ধান পেলে উক্ত নম্বারে ০১৭৩৭৮৩৯২২৪ যোগাযোগ করতে অনুরোধ জানান শহিদুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.