রাজার বাজারে ভাঙছে নদী : থামছে না বালু উত্তোলন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী জনপদ রাজার বাজারে খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে ওই অঞ্চলটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজার বাজার খোয়াই ব্রীজের দুইধারেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ব্রীজটির অদূরে ভয়ংকর ভাবে নদী ভাঙন দেখা দিলেও ভ্রুক্ষেপ করছে না কেউ। ভাঙন ঘেঁষেই ড্রেজার মেশিন বসানো আছে সারি সারি।

এ নিয়ে প্রশাসনের কোন ব্যবস্থা নেই দেখে হতাশ স্থানীয় জনসাধারণ।

পূর্বে এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কঠোর আন্দোলন মানববন্ধন কিছু কি কাজ দিয়েছে? প্রশাসন কি আদৌ ব্যবস্থা নিবে না? স্থানীয় জন প্রতিনিধিগণও কি নীরবতা পালন করবেন? এই প্রশ্ন হাজার মানুষের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.