পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে রবিয়াল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন আরও ৮ জন।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় পুলিশ নুর মোস্তফা, তার স্ত্রী খুকী ও ছেলে ফরিদুলকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নুর মোস্তফার মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল। মামলাও হয়েছে আদালতে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিরোধীয় জমিতে নূর মোস্তফা দলবল নিয়ে বাঁশের বেড়া দিতে গেলে আবু বক্কর ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্করের ভাতিজা রবিয়ালের মাথা মারাত্মকভাবে জখম হয়।

আরোও আহত হন নুর মোস্তফা (৬৫), তার স্ত্রী খুকী বেগম (৫৫), ছেলে ফরিদুল ইসলাম (১৮)। অপর পক্ষের আবু বক্কর সিদ্দিক (৫৫), স্ত্রী লিলিমা আক্তার (৪৫), ভাতিজা জহিরুল ইসলাম (৩২), রবিউল ইসলাম (৪০) ও উম্মে কুলসুম (৩০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.