পঞ্চগড়ে জমির বিরোধে ঘরে আগুন, আদালতে মামলা 

ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জমির বিরোধে মারপিট, ঘরে আগুন, ভাংচুর করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন মিজানুর রহমান। তিনি পঞ্চগড় সদর উপজেলার পানিমাছ পুকুরি এলাকার মৃত ফয়জুল হকের ছেলে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ আমলি আদালত-১পঞ্চগড় সদরে একই এলাকার মৃত খাজিমদ্দিনের ছেলে জিয়াউর রহমানসহ ১১ জনকে বিবাদী করে এ মামলা দায়ের করেন।
মামলা থেকে জানা যায়,গত ১৪ জনুয়ারি শনিবার দুপুরে পূর্বপরিকল্পিত ভাবে আসামিরাসহ আরো ২০-৩০ জন প্রত্যেকে হাতে বাঁশের লাঠি ধারালো অস্ত্র, পেট্রোল সহ বাদী ও সাক্ষীর বাড়ি ঘরে আগুন জালিয়ে ভিটা ছাড়া করার উদ্দেশ্যে ঘটনা স্থলে যায় এবং বাদী ও সাক্ষীদের বেধড়ক মারপিট করে, নারীদের শ্লীলতাহানি ঘটায় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, আড়াই শতাধিক সুপারি গাছ উপরে নষ্ট করে ফেলে। এমনকি গর্ভবতী একজনকে হত্যার উদ্দেশ্যে তলপেটে লাথি দেয়, ঘরের ট্রাঙ্কের তালা ভেঙ্গে জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায় যা জোরদার কর্তৃক দেওয়া এবং যার বর্তমান সহিমুড়ি নকল পাওয়া দুষ্কর বিষয়।
আসামিরা জারিকেনে পেট্রোল নিয়ে টিনের তৈরি দুটি ঘরে ছিটাইয়া দেয় এবং পরে গ্যাস লাইট বাহির করে ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন বাড়তে থাকলে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা করে ব্যর্থ হয়।পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। এর আগে ঘরের মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগী রোজিনা, মেরিনা, আলপনা, মমেনা জানান, শনিবার ঘটনার দিন রশিদুল,জিয়াউরসহ একাধিক ব্যক্তি আইন অমান্য করে পুলিশের উপস্থিতিতে ঘরে ভাংচুর করে জিনিসপত্র নিয়ে যায়। এদিকে জমি দখল করে নেয় তারা। আমাদেরকে গণহারে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।পরের দিন আমরা আদালত থেকে জামিনে মুক্ত হই।
আসামি পক্ষের রফিকুল ইসলাম এ বিষয় কোন মন্তব্য করতে রাজি হননি।তবে জমি নিজেদের বলে দাবী করেন।  বাদী পক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.