নয়াপল্টনে বিএনপি’র সাবেক এমপি শাহজাহান খানের জানাজা সম্পন্ন

ঢাকা প্রতিনিধি: পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাজাহান খানের জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হয়।
এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের মাওলানা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদসহ প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী।
এর আগে শাহজাহান খানের মরদেহ নয়াপল্টনে এলে অপেক্ষমাণ দলের নেতাকর্মীদের মধ্যে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন এবং কফিনে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মরহুম শাহজাহান খানের স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা এ শোক সহ্য করে আমাদের আন্দোলনকে বেগবান করতে পারি এবং দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আর কত লাশ দরকার, আমরা দিতে প্রস্তুত। তবুও এ সরকারের অধীনে নির্বাচন নয়। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এটাই আমাদের প্রতিজ্ঞা।’
রিজভী বলেন, এ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
এর আগে, ৪ নভেম্বর সন্ধ্যায় বরিশালের বিভাগীয় সমাবেশে যোগ দিতে কয়েকটি মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন শাহাজাহান খান। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকা অতিক্রমের সময় তার গাড়িতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং লাঠি, রড় ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ২২ নভেম্বর তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.