নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ শুরু

ঢাকা প্রতিনিধি: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রী কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদী সমাবেশ শুরু করেছে দলটি। ঢাকা মহানগর উত্তররের মিরপুর, বানানী ও নোয়াখালী বেগমগঞ্জসহ সারাদেশে বিএনপির কর্মসূচীতে হামলা, মামলা, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গুলির প্রতিবাদে এ সমাবেশ হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে থাকেন। নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন।
বিকেল পৌনে ৩টা নাগাদ মঞ্চে উপস্থিত হয়েছেন- মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।
সমাবেশ কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপির সমাবেশের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.