নড়াইল হাসপাতালের ছাদের প্লাস্টার খসে পড়েছে

নড়াইল প্রতিনিধিআজ সোমবার দূপুর ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদের  প্লাস্টার খসে পড়েছে।

এ সময় হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ২০ জন রোগী ভর্তি ছিলেন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

ওই সময় ডাক্তার আবদুল্লাহ আল মামুন ওই ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন।

ডাক্তার আবদুল্লাহ আল মামুন বিটিসি নিউজকে বলেন,  আমার চোখের সামনেই পুরুষ ওয়ার্ডের ছাদের প্লাস্টার ভেঙে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সবাই।

হাসপাতাল ভবনের দ্রুত সংস্কার বা পুনঃনির্মাণ প্রয়োজন। হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের অধিকাংশ স্থানে ফাটল ধরেছে।

এদিকে ৫০ শয্যার এ হাসপাতালে নতুন তিনতলা ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হলেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

প্রয়োজনীয় জনবলের অভাবে তা চালু হচ্ছে না। ২০১৪ সালের নভেম্বর মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন ভবন হস্তান্তর করা হয়।

জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় অকেজো হয়ে পড়ে আছে নতুন ভবনটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.