নড়াইলে মাদক বিক্রির ২০ লাখ টাকাসহ নারী আটক

নড়াইল প্রতিনিধি:  নড়াইল পৌরসভা এলাকা থেকে ফেনসিডিল, গাঁজা ও মাদক বিক্রয়ের ২০ লাখ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে।  এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ২০ লাখ টাকা জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার তাকে আটক করা হয়। রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে পৌরসভার ভওয়াখালী গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায়ের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালানো হয়।

এ সময় তার বাড়িতে মাদক বিক্রয়ের ২০ লাখ টাকা, ১২ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। অভিযান চলাকালে উজ্জ্বল রায় বাড়িতে না থাকায় তার স্ত্রী দিপালী রায়কে আটক করা হয়।

উজ্জ্বল রায় দীর্ঘদিন দিন ধরে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে দুইটি মাদকের মামলা বিচারাধীন আছে। এ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় উজ্জ্বল রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.