নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান বদর খন্দকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা 

খুলনা ব্যুরো: নড়াইলের লোহাগড়া  উপজেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বদর  খন্দকারকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ছয়টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কের টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পাথে তাঁর মৃত্যু হয়।
ধারালো অস্ত্রের কোপে তাঁর বাম হাতের তিনটি আঙ্গুল কেটে পড়ে যায়। ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন যায় এ। দুই পায়েরই হাটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বদর খন্দকার  কালনায় তাঁর নিজের ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। লোহাগড়া-নড়াইল সড়কের টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্বথেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা খানম জানান, ধারালো অস্ত্রের কোপে তাঁর বাম হাতের তিনটি আঙ্গুল পড়ে যায়। ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন। দুই পায়েরই হাটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারালো দা, মুঠোফোন, একটি খালি কালো ব্যাগ ও দুটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞান থাকায় তাঁর সঙ্গে কথা বলতে পারিনি। তবে গ্রাম্য আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানাগেছে, বদর খন্দকার লোহাগড়া ইউনিয়নের চরবগজুড়ি গ্রামের ময়ের আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য ছিলেন। এছাড়া বিগত মেয়াদে তিনি লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল শিকদারের সাথে বদর খন্দকারের দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে তার ওপর এ হামলা হয়েছে বলে তাদের দাবী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.