নৌ মহড়ায় যুক্তরাষ্ট্রকে শক্তি প্রদর্শন দেখাচ্ছে চীন

(নৌ মহড়ায় যুক্তরাষ্ট্রকে শক্তি প্রদর্শন দেখাচ্ছে চীন–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে তখন সামরিক মহড়া শুরু করলো বেইজিং।

পার্সটুডের খবরে বলা হয়, আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) উত্তর-পূর্ব ও পূর্ব উপকূলে নৌমহড়া শুরু করেছে চীন। দেশটির এ মহড়াকে যুক্তরাষ্ট্রের জন্য শক্তি প্রদর্শন বলে মনে করা হচ্ছে।

চীনের সমুদ্র নিরাপত্তা প্রশাসন জানিয়েছ, উত্তর-পূর্বাঞ্চলীয় বহাই সমুদ্রের সিনহুয়াংদো বন্দরের কাছে প্রথম দফা নৌমহড়া শুরু করেছে তাদের নৌবাহিনী। পীত সাগরের দক্ষিণ অংশে আগামীকাল মঙ্গলবার ও আগামী বুধবার দ্বিতীয় দফা মহড়া চলবে। এ মহড়ায় তাজা গুলির ব্যবহার করা হবে। এ জন্য ওই এলাকায় সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া যে দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব, সেখানেও জুলাই মাসের শেষ দিকে মহড়া চলেছে। এরপর থেকে এ পর্যন্ত পূর্ব ও দক্ষিণ চীন সাগরে অন্তত ১০ রাউন্ড মহড়া চালিয়েছে বেইজিং।

চীনের একজন সামরিক পর্যবেক্ষক এসব মহড়াকে রুটিন মহড়া বলে মন্তব্য করেছেন।

রেনমিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় উন্নয়ন একাডেমীর সহযোগী অধ্যাপক ডিয়াও ডামিং বলেন, ‘এই মহড়াগুলো কোনও নির্দিষ্ট দেশকে লক্ষ্যবস্তু করে করা হয় না।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.