নোয়াখালী সুবর্ণচরে মডেল মসজিদের উদ্বোধন 

নোয়াখালী প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে, ধর্মীয় ভুল ব্যাখ্যা দূর করে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের মতো নোয়াখালীর সুবর্ণচরে উদ্বোধন হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
আজ বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো: হানিফ, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্বাবিদ্যা, জেলা আওয়ামীলীগে সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আলম চৌধুরী সেলিম, উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউল হক, জেলা আওয়ামীলীগ সদস্য মো: আবদুর রব, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো: হানিফ চৌধুরী সহ আরো অনেকে।
জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের আওতায় সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে চার তলা বিশিষ্ট মসজিদটি। ২০১৯ সালে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান রুপালী বিল্ডার্স মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। এর আগে ২০১৮ সালের পাঁচ এপ্রিল মসজিদটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে  মসজিদ কমপ্লেক্সটি। চারতলা ভবনটি দাঁড়িয়ে রয়েছে ৩৭ হাজার ৪০০ স্কয়ার ফিট জায়গার ওপর। ভবনটির নিচ তলায় রয়েছে গাড়ি পার্কিং, প্রতিবন্ধীদের জন্য নামাজের ব্যবস্থা। আরও রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক বুক স্টোর কার্যালয় ও মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা রয়েছে। ২য় তলায় প্রধান নামাজ ঘর, সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ ও উন্মুক্ত ঈদগাহ।
৩য় তলায় পর্যটকদের আলাদা কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, ইসলামিক লাইব্রেরি, হিফজ ও মক্তবখানা। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার জন্যও রয়েছে পৃথক কক্ষ। থাকছে নারী-পুরুষের জন্য আলাদা অজু খানার ব্যবস্থা এবং পৃথক নামাজের কক্ষ। এছাড়াও অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সিঁড়ি এবং শিশুদের জন্য শিক্ষাসুবিধা থাকছে এই মডেল মসজিদে। অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে উন্মুক্ত করা হবে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রেজ্জকুল হায়দাদ জানান, নোয়াখালী মোট ১০ টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। এর মধ্যে সুবর্ণচর উপজেলার মডেল মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মসজিদের উদ্বোধন করেছেন।
তিনি আরও  জানান, এর বাইরে নোয়াখালীর ৮ টি উপজেলায় ৮ টি মসজিদ এবং  জেলায় ১ টি মসজিদ নির্মাণের কাজ চলছে। এছাড়া উপজেলা পর্যায়ের মসজিদগুলোও নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে এসব মসজিদের কাজ শেষ হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে এই বিপুল সংখ্যক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছে। আজকে আমাদের সুবর্ণচর উপজেলার মসজিদটি উদ্বোধন হয়েছে। এই মসজিদটি ইসলামিক গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে সাধারণ মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দেওয়া হবে। এ ধরনের একটি বৃহৎ ধর্মীয় প্রকল্পের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.