নোয়াখালী সুবর্ণচরে আগুনে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তার নাম সেতারা বেগম (৩৫)।
আজ বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সেতারা বেগম ওই গ্রামের সাখায়েত উল্যার স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানায়, মানসিক সমস্যায় ভুগছিলেন গৃহবধূ সেতারা বেগম। শ্বশুর ও পরিবারের পক্ষ থেকে তাকে একাধিকবার চিকিৎসা দেয়া হয়। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিবারের লোকজনের কারণে তিনি বেঁচে যান।
আজ বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে খড়ের আগুনের মধ্যে ঝাঁপ দেয় সেতারা। পরে দগ্ধ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বার থানার (ওসি) শাহেদ উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মানসিক সমস্যার কারণে সেতারা বেগম আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.