নোয়াখালী পৌরসভা গেইট বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে দুই জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন অনন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস সুগন্ধা কিং পরিবহনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার আরোহীরা হতাহত হন।

নিহতরা হলেন: সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কামাল (৩৫) ও অজ্ঞাত পরিচয় অটোরিকশাচালক (৩২)। আহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে সোনাপুর থেকে সুগন্ধা কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনীর উদ্দেশে ছেড়ে যায়। বাসটি মাইজদী-চৌমুহনী সড়কে নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক (৩২) নিহত হন।

অপর দুই যাত্রী আহত হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.