নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

নোয়াখালি প্রতিনিধি: নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে আব্দুল মতিন (৪০) কে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডিত ব্যক্তি হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাছারগাঁও গ্রামের মনোহর উদ্দিনের ছেলে। এই ঘটনা গতকাল রোববার রাতে জেলা শহরের মাইজদীতে অভিযান পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, আব্দুল মতিন আজ রোববার রাতে নোয়াখালী সুপার মার্কেটের সামনে খাঁচার মধ্যে একটি শিয়াল শাবক আটকে রেখে পাতিল ভর্তি শিয়ালের মাংস বিক্রি করছিলেন।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি আদালতের কাছে দোষ স্বীকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪ এর ‘খ’ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডিত আব্দুল মতিনকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

রায়ে উদ্ধারকৃত শিয়াল শাবককে বন বিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেয়া এবং জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলার আদেশ দেয় হয়।

এ সময় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান, ড্রাগ সুপার মাসুদ হাসান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা উপস্থিত ছিলেন। 

সংবাদ  প্রেরক  বিটিসি  নিউজ  এর নোয়াখালী   প্রতিনিধি  ইব্রাহিম খলিল।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.