নোয়াখালীতে যুবদলের ২ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে উপজেলা যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মো: বেলাল হোসেন সুমন ও হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আমির হোসেন আমির।

আজ সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

তারা আরো জানান, গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বেলালকে সুবর্ণচরের চর আমান উলাহ ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে ও আমিরকে আজ সোমবার ভোর রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম বিটিসি নিউজকে জানান, হাতিয়াতে মন্দিরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে আটক করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে, চরজব্বর থানার (ওসি) মো.জিয়াউল হক যুবদল নেতা বেলালকে কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.