নোয়াখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পশ্চিম চরজব্বর ইউনিয়নের মজিবুল হকের ছেলে ঘরে বিদ্যুতের তার টানা নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ওজি উল্যা (৪২) খুন হয়েছে।
এই ঘটনা গতকাল (১৩ মে) সোমবার রাতে উপজেলার চরজব্বর ইউনিয়নে ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই সোহেল (৩৭) পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই ওজি উল্যার সঙ্গে ছোট ভাই সোহেলের বিরোধ চলছিল।
কয়েকদিন আগে সোহেলের ঘরের উপর দিয়ে ওজি উল্যার ঘরে বিদ্যুতের তার নেওয়া হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ওজি উল্যার পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওজি উল্যাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাক্তার মহিউদ্দিন আজিম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।
চরজব্বর থানার (ওসি) মো: শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে বলেন, ঘাতক সোহেলকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্ত করতে নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.