নোবেলজয়ী দম্পতি CAA এবং NRC সম্পর্কে দ্বিধা প্রকাশ করেছেন 

কলকাতা প্রতিনিধি: সিএএ নিয়ে দেশ জুড়ে এখন তুমুল বিতর্ক-প্রতিবাদ-আন্দোলন ,পাশাপাশি, ছাত্র-যুব সমাজও এই প্রতিবাদের একটা বড় অংশ ৷ এমতাবস্থায় অতি সম্প্রতি একটি নিবন্ধে কোনও লুকোছাপা না করেই  নোবেল বিজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ এবং এস্থার সিএএ ও এনআরসি নিয়ে তাঁদের অভিমত স্পষ্ট করেছেন।
তাঁরা বলেছেন ” আপনি সেই দেশের নাগরিক বলে গণ্য হলেন না, যে দেশে, যে দেশে আপনি সারা জীবন কাটালেন ৷ সেখানে আপনাকে কেউ চায় না— তা হলে আপনি কে? এটাই হতাশ করে চলেছে যুব সম্প্রদায়কে ” ৷ তাঁদের মতে, এটা নাগরিকের মৌলিক অধিকারে সরকারি হস্তক্ষেপ।
 
একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত উত্তর-সম্পাদকীয়তে নোবেলজয়ী দম্পতি লিখেছেন, ‘‘সিএএ সংক্রান্ত যাবতীয় আলোচনায় মনে হয় এটাই ধরে নেওয়া হচ্ছে— অভিবাসীরা একটি সমস্যা।’’ ৷ তাঁরা যুক্তি সহকারে সেই কথাই বুঝিয়েছেন যে, আর্থিক কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অদক্ষ শ্রমিকদের জন্য  কম দক্ষ লোকজনের উপার্জনে মোটের উপর প্রভাব পড়েনি ৷
এই নোবেলজয়ী দম্পতি এও বলেছেন অর্থনৈতিক অভিবাসীরা যে কোনও কাজই লুফে নেন। আর ওই শ্রমিকেরা শুধু শ্রম বিক্রিই করেন না, উপার্জিত অর্থে ভোগ্যপণ্যও কিনে থাকেন।
 
এই পরিপ্রেক্ষিতে দুই অর্থনীতি প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রে বড় হয়ে ওঠা বিহারি পরিবারের মরাঠিভাষী ছেলেমেয়েদের কি চাকরির দাবি করতে পারবে?, চেন্নাইয়ে বাঙালি অভিবাসীদের তামিলভাষী সন্তানেরা কি ওই রাজ্যে সরকারি চাকরি পেতে পারবে না কেন ? অভিজিৎ ও এস্থাররা মনে করেন, স্থানীয় স্তরে মানুষের আর্থিক বিষয়ের ক্ষেত্রেও এমন সমস্যা উঠে আসবে যদি না অতি সত্তর এই সমস্যার সমাধন করা যায় ৷
নোবেলজয়ী দম্পতি প্রশ্ন করেছেন ‘‘যাঁরা আমাদের গণতান্ত্রিক, উদার, সহনশীল মতবাদকে পাথেয় করে জাতীয় লক্ষ্যের শরিক হতে রাজি, তাঁদের জন্য কেন দরজা খোলা হবে না? “
 
তাঁরা মনে করেন আসল চ্যালেঞ্জটা মধ্যবিত্তের। কারণ,তাঁরা চাকরি নির্ভর। আসলে মধ্যবিত্তেরা সাধারণত সরকারি চাকরি খোঁজে ৷
নোবেলজয়ী দম্পতি লিখেছেন, ‘‘সরকারি চাকরি এখনও অপ্রতুল। এটা খারাপ সরকার পরিচালনার নমুনা। ২০১৯ সালে ভারতীয় রেলে ৬৩ হাজার পদের জন্য পরীক্ষার্থী ছিলেন ১ কোটি ৯০ লক্ষ। এ থেকে বোঝা যায়, কোথাও একটা ভুল হচ্ছে।’’
কিন্তু সমস্যা হচ্ছে মধ্যবিত্তেরা ভাবছেন অভিবাসীরা তাঁদের চাকরিতে ভাগ বসাবেন ৷
এক কথায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার দুফলো সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দেশের পক্ষে মঙ্গলজনক নয় বলেই মন্তব্য করেছে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.