নেপালে যাত্রীবাহী বাস ছিটকে নদীতে, নিহত ১৭, আহত ৫০

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ জন। নিহতদের মধ্যে ৭জনই শিশু। দেশটির স্থানীয় কর্মকর্তারা গতকাল রবিবার (৩ নভেম্বর) এই তথ্য জানায়।

জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং বার্তা সংস্থা এএফপি’কে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আহতের মধ্যে বাস চালকও রয়েছেন বলে খবরে বলা হয়েছে।

এছাড়া দুর্ঘটনার কবলে পড়া বাসটির আরো কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গোমা দেবি চেমজং আরও জানান, কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত নয় কেননা বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড নেই।

দেশটির পুলিশ জানিয়েছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.