‘নেপালকে ওদের মাঠেই হারাব’

বিটিসি স্পোর্টস ডেস্ক: মাত্র কয়েকদিন আগে নেপালকে ওদের মাঠে হারিয়ে ইতিহাস গড়ে এসেছেন সাবিনা-কৃষ্ণারা। এবার পরীক্ষা ছেলেদের। হিমালয়ের দেশে জামালদের অতীত ইতিহাস তেমন সুখকর না হলেও সেসব নিয়ে ভাবছেন না মতিন মিয়া। স্বাগতিকদের ওদের মাঠেই হারাবেন বলছেন এ ফরোয়ার্ড।
‘সবশেষ দেখায় আমরা নেপালের কাছে হেরেছি, কিন্তু এবার আমরা সবাই একসঙ্গে দীর্ঘদিন কাজ করছি। অনেক অনুশীলন করেছি, কষ্ট করেছি, তাই আশা করছি এবার আমরা ওদেরকে ওদের মাঠেই হারিয়ে যাব।’
দুদিন আগে কম্বোডিয়াকে ওদের মাঠে হারিয়ে নেপালে পা রেখেছে জামালরা। শক্তিশালী দলটিকে ওদের মাঠে হারানো নেপালের বিরুদ্ধেও আত্মবিশ্বাস জোগাবে বলে মেনে করেন মতিন।
‘আমরা প্রথম থেকে বলে আসছি, এই দুই ম্যাচ জেতার জন্য খেলব। কম্বোডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলে জিততে পেরেছি, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিততে পেরেছি, আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। পরের ম্যাচ নেপালের সঙ্গে, আমরাও চাই তাদের বিপক্ষে জিততে। জয়ের জন্যই আমরা খেলব।”
প্রীতি ম্যাচে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত বছরের অক্টোবরে। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.