নেত্রকোনায় শত্রুতা করে বিষ দিয়ে মারলো ৮০০ হাঁস!

নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে শত্রুতা করে বিষ দিয়ে ৮০০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকালে বিষক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে।

হাঁসগুলোর মালিক ওই গ্রামের আবুল কাশেম (৬০)। তিনি তার সংসার চালাতেন এসব হাঁসের দেয়া ডিম বিক্রি করে।

আবুল কাশেম বিটিসি নিউজকে জানান, তাদের ১৭শ হাঁস হাওড়ের পরিত্যক্ত খাবার খেতে প্রতিদিনের মতো আজ রবিবার সকালেও ছাড়া হয়েছিল। তখন নিজের বাড়ির খামার থেকে বেরিয়ে পাশেই অন্যের একটি পরিত্যক্ত ধান ক্ষেতে কিছুক্ষণ খাবার খেয়েছে।

এখানে খাবার খাওয়ার কয়েক মিনিট পরেই হাঁসগুলো মরতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত ৮০০ হাঁস মরেছে। মরে যাওয়া এসব হাঁসের বাজারমূল্য ছিল প্রায় আড়াইলাখ টাকা।

আবুল কাশেম আরও জানান, ওই ধান ক্ষেতটিতে কেউ হয়তো শত্রুতা করে বিষ দিয়ে রেখেছিল বলেই এখানে খাবার খেয়ে হাঁসগুলো মরেছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.