নেত্রকোনায় অটোরিকশায় হঠাৎ অগ্নিকাণ্ড, চালক আহত

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা মদন সড়কে সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফেরদৌস মিয়া (৩৫) নামে চালক আহত হন।
আজ শুক্রবার (০৭ মে) বেলা ১২টায় নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মৌজেবালিতে এ ঘটনা ঘটে। চালক ফেরদৌস মিয়ার বাড়ি কেন্দুয়া উপজেলা নয়াপাড়া গ্রামে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা অটোরিকশাটিকে ঠেলে সড়কের পাশে ফেলে রাখে এবং আহত চালককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না। এটি মালামাল নিয়ে নেত্রকোনা থেকে ছেড়ে যাচ্ছিল মদনের দিকে।

এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার ষ্টেশনের কর্মী মো. সুজন মিয়া বলেন, স্থানীয়রা দেখতে পান হঠাৎ চলন্ত অটোরিকশায় আগুন ধরে গেছে। পরে সেটিকে আটকে চালককে নামিয়ে অটোরিকশাটি সড়কের পাশে ফেলে দেন। যাতে অন্য কোনো গাড়ি বা মানুষ বিপদে না পড়েন। এরপর আমাদের জানালে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত গাড়ির ইঞ্জিনের ওয়ারিং থেকে হয়েছে। চালক অল্প আহত হলেও স্থানীয়রা আমাদেরকে খবর দেয়ার আগেই হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.