নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বললেন এরদোয়ান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হত্যাযজ্ঞের পরিস্থিতি দেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুধু তা-ই না, ইসরায়েলকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেন তিনি। এদিকে মাতৃভূমি রক্ষার সংগ্রামের জন্য হামাসকে তিনি একটি স্বাধীনতাকামী সংগঠন বলেছেন বলে জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।
এরদোয়ান এক টেলিভিশনে মন্তব্য করে বলেন, নেতানিয়াহু ইতোমধ্যে গাজার কসাই হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। তিনি বলেন, গাজায় হত্যাকাণ্ড ঘটিয়ে বা ইহুদি বিরোধিতাকে সমর্থন করে সব ইহুদিকে অনিরাপদ করে তুলেছেন নেতানিয়াহু।
প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ানের এই মন্তব্য ইসরায়েলের সঙ্গে তুরস্কের উদীয়মান সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিচ্ছে। তাদের সম্পর্ক প্রায় এক দশক খারাপ ছিল। সেটা ঠিক করে গত বছর আবার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল দুই পক্ষ।
দুই দেশের সম্পর্ক ভালো হওয়ার পর বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি বিশ্বাস গড়ে তোলার আলোচনাও শুরু করেছিল তারা।
কিন্তু গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতোমধ্যে তেল আবিবের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তুরস্ক।

Comments are closed, but trackbacks and pingbacks are open.