ইউক্রেনের গ্রাম দখলের দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের উপকণ্ঠে একটি ছোট গ্রাম ক্রোমোভের নিয়ন্ত্রণ নিয়েছে। বুধবার এমন দাবি করেছে মস্কো।
মস্কোর সৈন্যরা ২১ মাসের সামরিক আক্রমণের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের পর মে মাসে বাখমুত দখল করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছে, ‘বিমান ও আর্টিলারি ফায়ার দিয়ে সজ্জিত সেনারা সামনের সারিতে তাদের অবস্থান শক্ত করেছে এবং আর্টেমভস্কয় গ্রামটিকে মুক্ত করেছে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রামটিকে আগের নামে ডেকেছে। তবে এএফপি দাবিটি যাচাই করতে পারেনি।
স্যাটেলাইট চিত্র অনুসারে, বাখমুতের পশ্চিম প্রান্তে অবস্থিত ক্রোমোভ গ্রামটিতে রাশিয়ার আক্রমণের আগে কয়েকটি রাস্তা ও কয়েক ডজন বাড়ি ছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, বাখমুতের দখল যুদ্ধক্ষেত্র উন্মুক্ত করবে ও মস্কোর সৈন্যদের আরও উল্লেখযোগ্য অগ্রগতির সুযোগ দেবে।
তবে রাশিয়ার বাহিনী শহর থেকে চাপ দেয়নি। স্বাধীন সামরিক বিশ্লেষকদের মতে, এর কৌশলগত গুরুত্ব খুব কম ছিল।
কয়েক মাসের নিরলস আর্টিলারি হামলা ও শহুরে যুদ্ধে বাখমুত এবং এর আশপাশের এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
প্রয়াত ইয়েভজেনি প্রিগোশিনের ভাগনার সৈন্যরা বাখমুতে রাশিয়ার আক্রমণের নেতৃত্ব দিয়েছিল। এই অভিযানে তার ২০ হাজার যোদ্ধা নিহত হয়েছিল তিনি দাবি করেছিলেন।
এই অঞ্চলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও রাশিয়া গত বছর পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের আরও তিনটি অঞ্চলের সঙ্গে দোনেৎস্ককে সংযুক্ত করার ঘোষণা দিয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.