নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনতে আর্জি জানালেন তাঁর প্রপৌত্র চন্দ্র কুমার বোস

কলকাতা (ভারত) প্রতিনিধি: জাপানের রেনকোজির মন্দিরে নেতাজির চিতাভস্ম সংরক্ষিত থাকলেও বিভিন্ন সময়ে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে।
পরিবারের একাংশের সমর্থন থাকলেও আবার পরিবারেরই অনেকে এই সংরক্ষিত চিতাভস্ম নেতাজির বলে মানতে নারাজ। এ নিয়ে অনেক কমিশন অনেক পর্যালোচনা বিশেষজ্ঞদের মতামত সবই হয়েছে। কিন্তু ভারত সরকার এই দ্বিধা  দ্বন্দ্বের মতভেদে স্থির সিদ্ধান্ত নিতে পারছিলেন না।
এখন নতুন করে পরিবারের তরফ থেকে চিতাভস্ম দেশে আনার দাবি জানানো হলো প্রধানমন্ত্রীর কাছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.