নীলফামারীর জলঢাকায় পৌর তাঁতীলীগের কম্বল বিতরণ

 

নীলফামারী প্রতিনিধি: হিমালয় সংলগ্ন জেলা নীলফামারী হওয়ায় এ অঞ্চলে শীতের প্রবনতা অনেকটাই বেশী ফলে যবু থবু হয়ে পরছে নিম্ন আয়ের মানুষজন। শীতের কবলে পড়ে বেশির ভাগ মানুষেই এখন নাস্তানাবুত। সে কারনেই জলঢাকা পৌর তাঁতী লীগের উদ্যোগে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) শেষ বিকেলে স্থানীয় কাঁচাবাজার সংলগ্ন পৌর তাঁতীলীগ অফিস কার্যালয়ে পৌর তাঁতীলীগের সভাপতি রাশেদ আখতার শিমুল এর নেতৃত্বে শতাধিক মানুষ মাঝে এ কম্বলগুলো বিতরণ করেন।
কম্বল বিতরন কালে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সভাপতি হাসানুর রহমান হাসান, পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক আসাদ মিয়া,সহ- সভাপতি পবিত্র কুমার রায়,সহ- সভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন দয়াল,পৌর তাঁতীলীগ নেতা ইন্দ্রজিত রায়, শিমুলবাড়ী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রাম কৃষ্ণ অধীকারি সহ আরও অনেকে।
এসময় পৌর তাঁতীলীগের সভাপতি রাশেদ আখতার শিমুল দেশনেত্রী – প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের নীলফামারী জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিন আহমেদ দলটিকে সু সংগঠিত করতে প্রতিটি উপজেলায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন এ ধারা অব্যাহত থাক। বিতরণ শেষে তাঁতীলীগে যোগদান করেন শিমুলবাড়ী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.