নীলফামারীতে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

 নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার।
আটককৃত জামায়াত কর্মীরা হলেন, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম মোক্তার পাড়া গ্রামে আবুজার রহমান (৫২), পঞ্চপুকুর ইউনিয়নের গাবের তল গ্রামের আলী হোসেন, চাপড়া সরমজানী ইউনিয়নের আতিয়ার রহমান (৫৫), চাপড়া নাড্ডিপাড়া গ্রামের রাহিদুল ইসলাম (২৭), আরাজী কুচিয়ার মোড় গ্রামের সেরাজুল ইসলাম (২০), নতিব চাপড়া গ্রামের রুবেল ইসলাম (২৫), ফুলদ্দিন (৫৭) ও মমিনুর রহমান (৫৪) এবং বাবড়ীঝাড় গ্রামের হাফিজুর রহমান (২৭) কে আটক করেছেন পুলিশ।
পুলিশ জানায়, ‘থানা এলাকায় নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেক বিভিন্ন এলাকার সক্রীয় দায়িত্বশীল, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিশোধের উদ্যোক্তাও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
জামায়াতের একজন দায়িত্বশীল নেতার বরাতে জানা যায়, ‘দারোয়ানী টেক্সটাইল মোড়ে বিক্ষোভ মিছিলে আসার পথে বাবরীঝাড় নামক এলাকা থেকে সাতজনকে আটক করেছেন এবং গতরাতে দুইজনকে বাড়ি থেকে আটক করে নিয়ে গেছেন।’
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহম্মাদ শাহরিয়ার বিটিসি নিউজকে বলেন, ‘বিক্ষোভের বিষয়ে আমাদের জানা নেই। শহর তারা কোনো মিছিল বা কোনো কর্মসূচি পালন করতে পারেনি। নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আমরা অভিযান চালিয়ে তাদের ৯জন নেতাকর্মীকে আটক করছি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.