নিয়োগ বিজ্ঞপ্তি: বিভিন্ন ব্যাংকে ১২২৯ জনের চাকরি

 

নিয়োগ বিজ্ঞপ্তি: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জনবল নেবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ীঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে মোট এক হাজার ২২৯ জনকে নিয়োগে দেয়া হবে।

ব্যাংকের নাম পদসংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড ২৬০, জনতা ব্যাংক লিমিটেড ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৭, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১২, কর্মসংস্থান ব্যাংক ১০৭, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৬, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১২টি।

বেতন২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক/(সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স: ০১/১০/২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট  (https://erecruitment.bb.org.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।#

আবেদনের শেষ তারিখ: ৩১/১০/২০১৮

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.