নিশিরাতে শেয়ালের ডাক

আনোয়ার হোসাইন (হৃদয়):
শীতার্থ রজনীর স্নিগ্ধ ধারায়,
ব্যাস্ত সবাই ঘুমের মায়ায়।
বাঁশবন ঝিমাই ঝিমাই
রসের ঘ্রণে, লক্ষী পেঁচার-
আনন্দের সীমা নেই।
শীতের এমন মুসল ধারায়,
শেয়ালের ডাক রোজই-শোনা যায়।
রাত্রি যখন মধ্য গড়াই,
শেয়াল ভায়া হাডি হটাই।
ছাড় দ্বার থামাও চিৎকার,
দেখবো আজ চোরের হাল।
সৃষ্টির ফল যখন উদরের-অন্তরায়,
ক্ষুধার্ত শেয়াল এবার-চিৎকার করে বেড়াই।
জাতবেল কাকে খায়,
কুকুর বেটা এবার চাকুরী-পায়।
পূর্ব কোণ যখন লাল রঙ্গে-রাঙ্গাই।
মামা এবার পালাই-পালাই।
প্রাকৃতিক এমন সন্নিবেশ,
ফুটিয়ে তৌলে শীতের আমেজ।
সৈকত সরকারি কলেজ, সুবর্ণচর, নোয়াখালী। 
শাখা: বিজ্ঞান বিভাগ
রোল: ২৯০

Comments are closed, but trackbacks and pingbacks are open.