নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো অভিযোগ নেই: কাদের

 

ঢাকা প্রতিনিধি: নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো অভিযোগ নেই, শুধু যারা নির্বাচনে হেরেছে তারাই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় আন্তর্জাতিক পর্যায় থেকে পাইনি। এবার সরকার গঠনের আগেই বেশিরভাগ অভিনন্দন এসেছে। নির্বাচন নিয়ে যারা অভিযোগ তোলেন, তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, প্রশ্ন তুলছে। জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং জনগণের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন শুধু কিছু বিরোধী রাজনৈতিক দলের, তাদের প্রশ্ন থাকবেই।’

বিএনপির সংলাপের বিষয়ে তিনি বলেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।

আ’লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নেই: আগামী অক্টোবরেই আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে কাউন্সিলের কোনো সম্ভাবনা নেই, বলে সাফ জানিয়ে দেন সেতুমন্ত্রী।

সামগ্রিকভাবে আমাদের মানসিক পরিবর্তন জরুরি: ওবায়দুল কাদের বলেন, এক রাতে তো আর পরিবর্তন হবে না। সামগ্রিকভাবে আমাদের মানসিকতা পরিবর্তন জরুরি। আইনকানুন মানার সময় যে অবস্থা সৃষ্টি হয়, রাস্তায় চলন্ত গাড়ির সামনে দৌঁড়াদৌঁড়ি। এরকম শুধু যান চলাচলে না, রাস্তা পারাপারের ট্রাফিক আইন কানুন কেউ মানতে চায় না।

তিনি বলেন, আমাদের পাবলিক রাস্তায় বেপরোয়া ড্রাইভারের মতো মাঝেমধ্যে বেপরোয়া হয়ে যায়। রাস্তায় চলাচলের সময় এপার থেকে ওপারে যায় এবং এক্সিডেন্ট করে। শুধু যে চালকের জন্য এক্সিডেন্ট হয় তা নয়, যাত্রীর জন্য এক্সিডেন্ট হয়, পথচারীর জন্য এক্সিডেন্ট হয়। কাজে এসব বিষয়গুলো সাংবাদিকদেরও ক্যাম্পেইনে আনা উচিত। সচেতনতা গড়ে তুলতে হবে, তা না হলে আমরা রাস্তায় অনিয়ম বিশৃঙ্খলা দূর করতে পারবো না। এই সচেতনতা গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।

এছাড়াও  ওবায়দুল কাদের বলেন, চলমান মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।  আমরা লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের চেয়ে আরও বেশি সক্রিয় হয়েছি#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.