গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

 

বিটিসি নিউজ ডেস্ক: গাজায় ভূমি দিবসের বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তের কাছে বিক্ষোভে গুলি চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শুক্রবারের বিক্ষোভে ১৩ হাজার ফিলিস্তিনি যোগ দেন। এসময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আমাল আল তারামসি নামের এক নারী নিহত হয়।

এদিকে, বিক্ষোভের জেরে হামাসের সেনা ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২০০৭ সাল থেকে গাজা ভূখণ্ড অবরুদ্ধ রেখেছে ইসরায়েল।

২০১৮ সালের মার্চ মাস থেকে প্রতি শুক্রবার নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে ফিলিস্তিনিরা। চলমান বিক্ষোভে ইসরায়েলের গুলিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৪১।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.