নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধিআজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার-হয়রানি উপেক্ষা করেই জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে প্রমাণ হচ্ছে, ধানের শীষের জোয়ার উঠেছে। এটা কেউ রোধ করতে পারবে না। জনগণের সাড়া স্রোতের মতো ঢল নেমেছে। নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। আজ ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিয়েছেন। আশা করছি, যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা পরিচ্ছন্ন নেতা।যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের সবাই দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা, রাজপথের লড়াকু সৈনিক।

বিএনপি ঢালাও অভিযোগ করছে নির্বাচন কমিশনের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ঢালাও অভিযোগ করে না। বিএনপি একেবারে সুস্পষ্ট, সুনির্দিষ্ট অভিযোগ করেছে। তফসিল ঘোষণার পরও অব্যাহতভাবে গ্রেপ্তার-হয়রানি চলছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। তারা তাদের সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা করি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.