নির্বাচনের আগে এরশাদ আবারও সিএমএইচে ভর্তি

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি সিএমএইচে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা তাকে রিলিজ দেননি। তবে এরশাদের এ চিকিৎসা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলে জানা গেছে।

আজ শনিবার  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।

তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত রাত (শুক্রবার দিনগত) থেকে সিএমএইচে আছেন হোসেন মুহম্মদ এরশাদ। আজ (শনিবার) সকালে বাসায় ফিরতে চেয়েছিলেন। তবে তিনি বিশ্রাম নিয়ে বিকেলে বাসায় ফিরবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবার তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চায়। সেই লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.