নির্বাচনের আগে এরশাদ আবারও সিএমএইচে, যেতে পারেন সিঙ্গাপুরও

ঢাকা প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

গতকাল সোমবার রাতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলওয়ার জালালী বলেন, ‘দলের চেয়ারম্যান এরশাদ গতকাল সোমবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচে যান। তিনি এখন সেখানেই আছেন।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য এই মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা আগে থেকেই রয়েছে। তবে আজ নাকি কয়েকদিন পর সেটা এখনও নিশ্চিত না। তিনি ছোটখাটো কিছু হলেই চিকিৎসকের স্মরণাপন্ন হন। সে অবস্থান থেকে তার সিঙ্গাপুর যাওয়ার সিডিউল রয়েছে এই মাসেই। আরও আগেই তার যাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।’

এ রিপোর্ট প্রকাশের পূর্ব পর্যন্ত এরশাদ সিএমএইচে আছেন। শারীরিক চেকআপ ও চিকিৎসার জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার সিএমএইচে যান তিনি।

উল্লেখ্য, এর আগে ২৫ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.