নির্বাচনী সহিসংসতায় খুলনায় ৭ জন আহত

খুলনা ব্যুরো: উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ডুমুরিয়ার চুকনগর বাজারে দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গতরাতে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে সাত জন আহত হন।

আহতরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী মোস্তফা সরোয়ারের সমর্থক আশরাফ গাজি (৪০), খায়রুল শেখ (৩৫), ইশারুল (২৪), স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদের সমর্থক ইসলাম (৩০), ইকবাল গাজী (২০), গফুর গাজী (৩৫) ও মফিজ গাজী (৩২)। এর মধ্যে আশরাফ গাজীর অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী বিটিসি নিউজকে জানায়, চুকনগর বাজারে গতরাত নয়টার দিকে দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে ৭/৮জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বিটিসি নিউজকে জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.