নির্ধারিত সময়ে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: নির্ধারিত সময়ে বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, ‘আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারীর মধ্যে বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে এবং এ সময়ের মধ্যে আসলে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
যারা ঝুঁকিপূর্ণ পেশায় রয়েছেন তাদেরকেই ভ্যাকসিন আগে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
আজ সোমবার (১৮ জানুয়ারী) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরিইউ) নজরুল হামিদ মিলনায়তনে নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমানসহ সংগঠনের অন্যান্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.