নিজ দেশের লিগেই খেলছেন না ক্রিস গেইল

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগস্টের ১৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল)। দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছে এবারের আসরেও।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল খেলছেন না এবারের আসরে।

নিজের দেশের এত বড় আসরে কেন খেলছেন না গেইল? জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে ঝামেলার পর এবার গেইলের খেলার কথা ছিল সেন্ট লুসিয়া জৌকসে।

তবে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে গেইল জানিয়ে দেন, তিনি খেলবেন না এবারের আসরে।গেইল ক্রিকইনফো-কে জানান, পরিবারকে সময় দিতেই এবারের আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।

গেইলের না খেলা নিয়ে সিপিএলের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, যতদুর জানতে পেরেছি গেইল তার ব্যক্তিগত কারণেই এবারের আসরে খেলছেন না। আশা করি সে পরের আসরে ঠিকই ফিরে আসবে এবং সিপিএল মাতাবে।

২০২০ সিপিএল বসবে ত্রিনিদাদের দুই ভেন্যু ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি ও কুইনস পার্ক ওভালে। মোট ৩৩ ম্যাচের সব ম্যাচই হবে বায়ো সিকিউর প্রটোকলে দর্শক শূন্য মাঠে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.