ছেলের বউয়ের উছিলায় প্রাণ ফিরে পেয়েছেন শ্বশুর সুলতান মল্লিক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিজের শরীরের যকৃতের অংশ দিয়ে শ্বশুর সুলতান মল্লিকের জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তারই ছেলের বৌ জাহানারা। সুলতানের বেচেঁ থাকার সব সম্ভাবনার আলো যখন নিভে যাচ্ছিল ঠিক তখনি নিজের ছেলের বউয়ের উছিলায় প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাপড়ার এলেমনগর গ্রামে থাকেন তারা। ২০ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে।

জাহানারা শ্বশুর সুলতান মল্লিক বেঙ্গালুর হাসপাতাল থেকে সে কথা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বউমা হলো মেয়ের মতো। সে আমাকে বাবা বলে ডাকে। কিন্তু এবার ওর শরীরের অংশ নেওয়ায় আমাদের বাবা-মেয়ের মধ্যে রক্তের বন্ধন তৈরি হলো। এমন বউমা লোকে অনেক ভাগ্য গুনে পায়।’

জাহানারার স্বামী আশিক বলেন, ‘বারো বছর হল আমাদের বিয়ে হয়েছে। সন্তানও রয়েছে। কিন্তু এই ঘটনায় ওকে যেন নতুন করে আবিষ্কার করলাম। সারাজীবন ওর কাছে আমি কৃতজ্ঞ থাকব।’

জাহানারা বলেন, ‘বাবা অনেক কষ্ট করে আমাদের সংসারটাকে দাঁড় করিয়েছেন। তিনি বেঁচে থাকলে গোটা সংসার সুখে থাকবে। আমি যা করেছি সংসারের ভালোর জন্য করেছি, এই সংসারের জন্য ভালো কিছু করতে পেরে আমি খুব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.